cheque dishonour -case study -চেক সংক্রান্ত মামলা
প্রাপকের গঠিত অ্যাটর্নি দ্বারা দায়ের করা চেকডিসঅনার মামলা রক্ষণাবেক্ষণযোগ্য ।বর্তমান মামলার ক্ষেত্রে চেক কাটার (Drawn) তারিখ থেকে ৬ মাস মেয়াদ শেষ হওয়ার পরে চেকটি ব্যাংকে পেশ করা হয়েছিল। সুতরাং, স্পষ্টতই হস্তান্তরযোগ্য দলিল আইন ১৩৮ ধারার অধীনে এই মামলাটি উক্ত ধারায় বিধান (ক) দ্বারা আরোপিত বিধি নিষেধের পরিপ্রেক্ষিতে রক্ষণাবেক্ষণযোগ্য নয়।