×

গোপনীতা নীতি:


তথ্য সংগ্রহ

ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা রক্ষা আমাদের প্রধান দায়িত্ব। আপনাকে সেবা প্রদান করার জন্য  আপনার নাম, ঠিকানা, পরিচয় সনদ নম্বর সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আমাদের সংগ্রহের প্রয়োজন হতে পারে।  সেবা প্রদানের লক্ষ্যে সংগ্রহীত তথ্য সমূহ আমাদের প্রয়োজন হতে পারে। 

আমাদের সেবা প্রদান করার সময় আপনার ডিভাইসের হার্ডওয়্যার, সফ্টওয়্যারের তথ্য স্বয়ংক্রিয়ভাবে আমাদের কালেকশনে চলে আসে, যেমন আপনার আইপি ঠিকানা, ব্রাউজারের ধরন, কুকির তথ্য, এক্সেসের স্থায়িত্ব ও ধরন, অপারেটিং সিস্টেম ইত্যাদি। আমাদের সেবা উন্নয়নের লক্ষ্যে আপনার অবস্থান ভিত্তিক তথ্যও সংগৃহীত হতে পারে। 

আইন সেবার কর্তৃপক্ষের অনুরোধের বাহিরে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে  যদি কোন তথ্য আদান প্রদান করেন,  (যেমন কোন উকিল বা পরামর্শক বা অন্য কোন ব্যক্তিকে ব্যক্তিগত ভাবে তথ্য আদান প্রদান) তবে সেক্ষেত্রে আইন সেবা দায়ভার গ্রহন করবে না।


তথ্যের ব্যবহার:

আইন সেবা যেসকল তথ্য সংগ্রহ করে  তা সেবা প্রদান ও সেবার উন্নয়নের ও গবেষনার লক্ষ্যে ব্যবহার করা হয়। আমরা সেবা উন্নয়ন, গবেষনা এসব সংক্রান্ত কারনে আপনার কাছে তথ্য চেয়ে যোগাযোগ করতে পারি। আমরা সংগৃহীত তথ্য কোন কর্তৃপক্ষের নিকট বিক্রয় করি না। আপনার তথ্য আপনার অনুমতির বাহিরে তৃতীয় কোন কর্তৃপক্ষের কাছে প্রকাশ করা হবে না। তবে কোন আইন পালন করার জন্য যদি সেটা প্রকাশের বাধ্যবাধকতা থাকে তবে সেটি প্রকাশ করা হতে পারে। 

আপনি যদি কোন তৃতীয় পক্ষ দ্বারা আমাদের সেবা গ্রহন করেন বা সেবা গ্রহনকরার লক্ষ্যে তৃতীয় পক্ষকে আপনার কোন তথ্য প্রকাশ করেন সেক্ষেত্রে আপনার তথ্যের ব্যবহার ও গোপনীয়তা রক্ষার দায়ভার আইন সেবা ও আইন সেবার কর্তৃপক্ষ গ্রহন করবে না। 


পরামর্শকের সাথে যোগাযোগ: 

সেবা প্রদান বা সেবা উন্নয়নের  লক্ষ্যে আইন সেবার মাধ্যমে ও আমাদের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে তথ্য উপাত্ত কথোপকথন আদান প্রদান হবে তাতে আমাদের প্রবেশাধিকার থাকবে।


কুকি সমুহের ব্যবহার

সেবা প্রদান ও সেবার মান যাচাই এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা যাচাইয়ের লক্ষ্যে কুকি ব্যবহার করা হয়। আপনি চাইলে তা গ্রহন বা বর্জন করতে পারবেন। 


ব্যবহারকারীর তথ্য পরিবর্তন, সংযোজন ও বাতিল করন: 

ব্যবহারকারী তার তথ্য পরিবর্তন, সংযোজন বা বাতিল করতে পারবে তবে সেবা প্রদানের প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে কর্তৃপক্ষের সম্মতির প্রয়োজন হতে পারে। 


গোপনীয়তার শর্ত পরিবর্তন

আইন সেবা তার গোপনীয়তার শর্ত, নীতি সমূহ পরিবর্তন, সংযোজন বা বাতিল করার ক্ষমতা রাখে  এবং তার ওয়েব সাইটে  সর্বশেষ হালনাগাদ  তথ্য প্রকাশ করবে। আপনার সর্বশেষ ইমেইল ঠিকানায় আমরা প্রয়োজন সাপেক্ষে নোটিশ পাঠাতে পারি।