×

অংশীদারী আইনের  ১৯৩২ এর  ধারা ৪  অনুযায়ী একাধিক  ব্যক্তির  দ্বারা  অথবা সকলের পক্ষে তাদের একজন কর্তৃক পরিচালিত  ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে  ভাগ করে নিতে চুক্তিবদ্ধ হলে, তাদের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদার বলে। এধরনের চুক্তিবদ্ধ ব্যক্তিগণ ব্যক্তিগত ভাবে অংশীদার এবং সমষ্টিগতভাবে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান  বা ফার্ম নামে পরিচিত। 

অংশীদারী আইনের ধারা ৫ অনুযায়ী অংশীদারীর সম্পর্ক চুক্তি হতে সৃষ্টি হয় এবং ৬ ধারা অনুযায়ী কোন ব্যক্তি সমষ্টি কোন ফার্ম  কিনা বা কোন ব্যক্তি  ফার্মের অংশীদার কিনা  তা স্থির  করার সময় পক্ষগনের মধ্যকার প্রকৃত সম্পর্ক,  যা সকল প্রাসঙ্গিক তথ্য থেকে নির্ণয় করতে হবে, এর প্রতি লক্ষ রাখতে হবে।

প্রকৃত সম্পর্ক নির্নয়ের জন্য যে সকল বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয় সেগুলো হলো:

অলিখিত বা মৌখিক চুক্তির ক্ষেত্রে শর্ত সমুহ, পক্ষ সমূহের আচরণ, কারবার পরিচালনায় অংশগ্রহণ, হিসাব পরিচালনায়, লভ্যাংশের বন্টন ইত্যাদি।

যদিও অংশীদারি ব্যবসা লিখিত ও অলিখিত দুভাবেই চালানো যায়  তবু আইনের সুরক্ষা  পেতে আইন জেনে আইন অনুযায়ী ব্যবসা করা উত্তম। বাংলাদেশে ১৯৩২ সালের পূর্বে অংশীদারি কারবার চুক্তি আইন ১৮৭২ দ্বারা পরিচালিত হতো।  কিন্তু এখন অংশীদার আইন, ১৯৩২ অনুযায়ী এই ধরনের কারবার পরিচালিত হয়। তবে এখনো চুক্তি আইন,১৮৭২ এর যেসকল বিধান এখনো বাতিল হয়নি এবং অংশীদারী আইনের সাথে অসামাঞ্জসপূর্ন না সেসব বিধানাবলী ফার্মের জন্য প্রযোজ্য হবে।

অংশীদারি আইন,১৯৩২ অনুযায়ী  অংশীদারদের সমন্বয়ে গঠিত ফার্ম  নিবন্ধন বাধ্যতামূলক নয়।  তবে  যদি নিবন্ধিত না থাকে তবে ভবিষ্যতের জটিলতা নিরসনে ও  ক্ষতিপূরণ  আদায়ে অংশীদারি আইনে যে সব সুযোগ সুবিধা দেয়া আছে তা  পওয়ার জন্য আদালতে গেলে প্রতিকার পাওয়া যাবে না। 

অংশীদারি চুক্তির ক্ষেত্রে মূলধন যদি ৫০০০০ টাকার কম হয় তবে ১০০০ টাকার নন জুডিশিয়াল  স্ট্যাম্প, আর যদি ৫০০০০ বা তার বেশি হয় তবে ২০০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিটি করতে হবে। চুক্তিপত্রটিকে তারপর নোটারী করতে হবে।  চুক্তি সম্পন্ন হবার পর  ধারা ৫৮,  অনুযায়ী অংশীদারগনের সমষ্টিতে সৃষ্ট ফার্মটি রেজিষ্ট্রেশন  করতে হবে।যদি রেজিষ্ট্রেশন না করা হয় হবে কোন অংশীদারগন  অংশীদার আইনে প্রদত্ত কোন অধিকার প্রয়োগের জন্য মামালা করতে পারবে না,  অংশীদারি কারবারের অংশীদার হিসেবেও অন্য কোন ফার্মের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না।