×

          ব্যবসায় বিভিন্ন দলিল রিভিউ ড্রাফ্টের প্রয়োজন হয়। স্থাবর, অস্থাবর সম্পত্তি সহ নানান ধরনের কাগজপত্র এসেসমেন্ট রিভিউ করানোর প্রয়োজন পড়ে। 

·       ডকুমেন্ট অনুবাদ নোটারীসার্ভিসটি কেবল ঢাকায় অবস্থানরত গ্রহকরা আপাতত অর্ডার করতে পারবেন। 

·       মামলা পরিচালনায় আইজীবী সংযোগএই সার্ভিসটি হাইকোর্ট বিভাগে চলমান মামলা অথবা নতুন মামলার ক্ষেত্রে দেয়া হবে। নতুন কোন নতুন মামলা বা চলমান মামলার বিষয়ে পরামর্শ, উকিল নিয়োগের জন্য উকিলের সাথে সংযোগ অথবা মামলা ড্রাফ্টিং সংক্রান্ত সেবা পেতে আমাদের সাথে যুক্ত হোন।