×


সংঘ স্মারক বা মেমোরেন্ডাম অব এসোসিয়েশন :


সংঘ - স্মারক বা মেমোরেন্ডাম হচ্ছে কোম্পানির মূল দলিল । একে কোম্পানির সংবিধান ও বলা হয় । এতে কোম্পানির গঠন ও কার্যাকলাপ সম্পর্কিত নিয়মাবলি লিপিবদ্ধ । কোম্পানিকে এই কাঠামোর মধ্যেই কাজকর্ম চালাতে হয় । মেমোরেন্ডামে বর্ণিত উদ্দেশ্য ছাড়া কোম্পানি অন্য কোনো ধরনের কাজকর্ম করলে তা অসিদ্ধ বলে বিবেচিত হবে ।
     

  কোম্পানি আইনের ৬ ধারা অনুযায়ী সংঘ - স্মারকে নিম্নবর্ণিত বিষয়গুলি বিধৃত থাকবে ।
( ক ) কোম্পানির নাম , যার শেষে লিমিটেড শব্দটি লিখিত থাকবে ;
( খ ) নিবন্ধকৃত কার্যালয়ের ঠিকানা
( গ ) কোম্পানির উদ্দেশ্য ;
( ঘ ) সদস্যগণের দায় শেয়ার দ্বারা সীমিত , এই মর্মে একটি বিবৃতি ; এবং
( ঙ ) যে শেয়ার মূলধন নিয়ে কোম্পানি নিবন্ধকৃত হতে যাচ্ছে টাকার অংকে তার পরিমাণ ।

 
সংঘ - বিধি :


আর্টিকেলস বা সংঘ বিধিতে কোম্পানির আভ্যন্তরীণ কার্য পরিচালনার নিয়মাবলি লিপিবদ্ধ করা হয় এবং এর দ্বারা কোম্পানির পরিচালকদের ক্ষমতার সীমা নির্দিষ্ট করা হয় । কোম্পানির সদস্যদের পারস্পরিক সম্পর্ক , তাঁদের অধিকার , সভা , হিসাব রক্ষা ইত্যাদি এতে লিপিবদ্ধ থাকে । মেমোরেন্ডামে উল্লিখিত উদ্দেশ্য ক্ষমতাকে বাস্তবে পরিণত করার জন্য বিস্তারিত বিধি প্রণয়ন করা হয় এই দলিলে । তাই এই দলিলকে মেমোরেন্ডামের অধীনস্ত দলিল বলা হয় মেমোরেন্ডামের বহির্ভূত কোনো বিষয় আর্টিকেলসে থাকতে পারে না । পাবলিক কোম্পানির ক্ষেত্রে এ দলিলটি জনগণের জন্য উন্মুক্ত থাকে যেনো কোম্পানির বিভিন্ন শর্ত ও নিয়মাবলি সম্পর্কে জনগণ অবহিত হতে পারে ।