×

বাংলাদেশের প্রতিটি আদালতের বিচারের ক্ষমতা সংবিধান বা রাষ্ট্র কর্তৃক পাশ করা আইন দ্বারা সীমাবদ্ধ। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রীম কোর্ট। প্রতিটি জেলা পর্যায়ে  দেওয়ানী ও ফৌজদারী আদালত রয়েছে। এছাড়া বিশেষ আদালত ও ট্রাইবুনাল ও রয়েছে। 


বাংলাদেশের সুপ্রীম কোর্ট:


 বাংলাদেশের সংবিধানের ৯৪ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রীম কোর্ট যা দু'ভাগে বিভক্ত

১) আপীল বিভাগ

২) হাইকোর্ট বিভাগ


আপীল বিভাগের ক্ষমতা:


হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি, আদেশ  বা সাজার বিরুদ্ধে আপীল শুনানী ও নিষ্পত্তির ক্ষমতা


হাইকোর্ট বিভাগের ক্ষমতা :


বাংলাদেশের সংবিধান ও অন্য কোন আইনের দ্বারা  হাইকোর্ট  বিভাগের ওপর আদি,আপীল ও অন্য প্রকার  একতিয়ার,  ক্ষমতা  ও দায়িত্ব অর্পিত হয়েছে:


ক)আদি এখতিয়ার: 


 রীট, কোম্পানী, এডমিরালটি ইত্যাদি সংক্রান্ত  বিষয়াদি 


খ)  আপীল ও রিভিশন এখতিয়ার:


জেলা ও দায়রা জজ  আদালত, অতিরিক্ত  জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, বিশেষ ট্রাইবুনাল,   বিশেষ জজ, অর্থঋণ আদালত, দ্রুত বিচার ট্রাইবুনাল ইত্যাদি আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে  হাইকোর্টে প্রযোজ্য ক্ষেত্রে আপীল অথবা রিভিশন দায়ের করা যায় 


গ)  আদালত অবমাননা  সংক্রান্ত বিষয়াদি



দেওয়ানী আদালত:


ক) জেলা জজ আদালত:  এই আদালতের রিবিশন এখতিয়ার,  দেওয়ানী বিষয়বস্তুর আপীল যার মূল্যমান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা  প্রবেট সংক্রান্ত বিষয়াদি


খ) অতিরিক্ত জেলা জজ আদালত : জেলা জজ কর্তৃক প্রেরিত সকল মামলা সমূহের  বিচার অত্র  আদালত কর্তৃক সম্পন্ন হয়ে থাকে।


গ) যুগ্ম জেলা জজ আদালত :


১)সকল প্রকার দেওয়ানী মামলা যার মূল্যমান পঁচিশ লক্ষ টাকার থেকে বেশি 

২)  উত্তরাধিকার সংক্রান্ত  বিষয়াদি

৩) রিভিশন- জেলাজজ কর্তৃক প্রেরিত মামলা

৪) আপীল- জেলা জজ কর্তৃক প্রেরিত মামলা


ঘ) সিনিয়র সহকারী জজ আাদালত :

দেওয়ানী প্রকৃতির মামলার  বিচার যার মূল্যমান পনের লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত


ঙ)  সহকারী জজ আদালত:

দেওয়ানী প্রকৃতির মামলা যার মূল্যমান  সর্বোচ্চ  পনের লক্ষ টাকা 


চ)  স্মল কজেস কোর্ট: 

স্মল কজেস আদালত ক্ষুদ্র মামলা নিষ্পত্তি করে যার মূল্যমান সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা 


ছ) পারিবারিক আদালত:


পারিবারিক আদালত  অধ্যাদেশ,  ১৯৮৫ অনুযায়ী  অত্র আইনের অধীনে  দায়েরকৃত পারিবারিক  বিষয়াদি   সংক্রান্ত বিষয় সমূহ যেমন: তালাক, দেনমোহর,  ভরন পোষন, দাম্পত্য অধিকার পুনঃরুদ্ধার এবং নাবালকের অভিভাবকত্ব সংক্রান্ত বিষয়াদির মামলার বিচার অত্র আদালতে সম্পন্ন হয়ে থাকে।